Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

জরাগ্রস্থ এক সিংহের একবোরে মরোমরো অবস্থা। শ্বাস উঠছে তখন তার। তার এই অবস্থা দেখে এক দাঁতাল শুকর এসে তাকে দিলে এক দাঁতের ঘা, সিংহ কবে কোন সময়...

জরাগ্রস্থ সিংহ

জরাগ্রস্থ এক সিংহের একবোরে মরোমরো অবস্থা। শ্বাস উঠছে তখন তার। তার এই অবস্থা দেখে এক দাঁতাল শুকর এসে তাকে দিলে এক দাঁতের ঘা, সিংহ কবে কোন সময় তাকে একবার জখম করেছিল, তারই প্রতিশোধ। এরপর এল একষাঁড়, শিঙ নিচু করে করে দিল সে সিংহের দেখ খুঁচিয়ে রক্ত বের করে।

এদের দেখাদেখি এক গাধাও এগিয়ে এল মুমুর্ষূ সিংহের কাছে, এসে সিংহের মাথায় সে তার জোড়া পায়ের গাঁট ছুঁড়তে লাগল।

সিংহের তখন একেবারে অন্তিম সময়, মুখ দিয়ে কথা বেরোতে চায় না, তবুও সে কোন রকমে না বলে পারল না, আমার মরোমরো অবস্থা দেখে শুকর আর ষাঁড় যা করে গেল তাই সহ্য করাই আমার দায়, শেষে তুমি কিনা দুনিয়ার একটা নিকৃষ্ট জীব হয়ে তুমি এসেও আমায় হেনস্থা করলে, এ যে শুধু আমার একবার নয়, দুবার মৃত্যুর সমান।

উপদেশ: প্রভাব প্রতিপত্তিশালী লোকের যখন পতন ঘটে, তখন পথের ভিখারিও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। পাঁকে পড়লে হাতীকে ছুঁচো মারে লাথি।

0 coment�rios: