ঘুম পাড়ানী মাসী পিসী, ঘুমের বাড়ী যেও,
বাটা ভরে পান দেবো, গাল ভরে খেও।
সান বাঁধানো ঘাট দেবো, বেসম মেখে নেও,
শীতল পাটি পেড়ে দেবো, শুয়ে ঘুম যেও।
আম-কাঁঠালের বাগান দেবো, ছায়ায় ছায়ায় যাবে,
চার চার বেহারা দেবো, কাঁধে করে নেবে।
উলকি ধানের মুড়কি দেবো, নারাঙ্গা ধানের খই,
গাছ-পাকা রম্ভা দেবো, হাঁড়ি-ভরা দই!
0 coment�rios: