Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একবার খলিফা হারুণ রশিদদের এক দুষ্ট আত্মীয় তাঁর কাছে অবৈধ সুবিদা নিতে এসেছিল। । খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন , ঠ...

সুপারিশ

একবার খলিফা হারুণ রশিদদের এক দুষ্ট আত্মীয় তাঁর কাছে অবৈধ সুবিদা নিতে এসেছিল। । খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন , ঠিক আছে । তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো ; তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করবো । লোকটি ভয় পেয়ে বললো , হে খলিফা ; এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে । খলিফা বললেন , তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ অথচ আমাকে তুমি দোযখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও?

তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়।


লেখাটি পাঠিয়েছেন: গোলাম মওলা আকাশ

0 coment�rios: