আয় বৃষ্টি হেনে, ছাগল দেবো মেনে,
ছাগলার মা বুড়ী, কাঠ কুড়ুতে গেলি,
ছ’খানা কাপড় পেলি, ছ’ বৌকে দিলি।
আপনি মরিস জাড়ে, কলাগাছের আড়ে,
কলা পড়ে টুপটাপ, বুড়ি খায় গুপ-গাপ
আয়রে বুড়ি কামার বাড়ী,
তোকে দেব হাতা বেড়ী।
আয়রে বুড়ী কুমোর বাড়া,
তোকে দেবো হাঁড়ী কুড়ি।
আয়রে বুড়ী কলকেতা
তোকে দেবো ছেঁড়া কাঁথা।
আয়রে বুড়ী বদ্ধমান,
তোকে দেবো জলপান।
বদ্ধমানের রাঙা মাটি,
বুড়ীকে ধরে কচ্ করে কাটি।
0 coment�rios: