Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক চক্কর দুই চক্কর তিন চক্কর ভোঁ আকাশমাটি দাঁতকপাটি মারলে পাখি ছো; তোমায় দেখে হঠাৎ কে কে ধায়? মাগুর বোয়াল শিঙ্গি বেহাল তোমার দাঁতাল যায়। [--...

পানকৌড়ি

এক চক্কর
দুই চক্কর
তিন চক্কর
ভোঁ

আকাশমাটি
দাঁতকপাটি
মারলে পাখি
ছো;
তোমায় দেখে
হঠাৎ কে কে
ধায়?
মাগুর বোয়াল
শিঙ্গি বেহাল
তোমার দাঁতাল
যায়।

[--মুহম্মদ নূরুল হূদা]

0 coment�rios: