কোকিল ডাকে ফালগুনে
খুশি সবাই ডাক শুনে।
পাতার ফাঁকে ঢাকা দেহ
পায় না দেখা হঠাৎ কেহ।
মধুর সুরে ডাকে কুহু
ডাকে না সে মুহূর্মুহু।
বন্ধু খাসা সুদিনের।
সুহৃদ সে নয় দুর্দিনের
সুরের আলোয় জগৎজয়
অসুরপুরী কেউ সে নয়
অভিলপ্রিয় এই পাখি
চিনতে তার কার বাকি?
[--মুহম্মদ নূরুল হূদা]
0 coment�rios: